ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের কাছে ব্যাংক ঋণ রয়েছে পাঁচ হাজার পাঁচশ ৩৩ কোটি টাকা। এই ঋণের বোঝা নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
চিত্রনায়ক ফারুক জানান, অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কখনও কোনও তদবির বা নিজে সুবিধা নেয়ার কোনও চেষ্টা করিনি। মানুষ ভাবতে পারে যে দলকে ব্যবহার করে সুবিধা নিচ্ছি। কিন্তু চারদলীয় জোট সরকারের সময় ব্যাংকের লোকেরা ষড়যন্ত্র করে আমাকে নিঃস্ব করতে চেয়েছিলনে।
তিনি বলেন, অনেক আশা করে জীবনের সব সঞ্চিত টাকা দিয়ে টেক্সটাইল মিল করেছিলাম। ব্যাংকের পরামর্শে নিজের সব টাকা দিয়ে বিল্ডিং তৈরি করি, কিন্তু তারপর থেকেই তাদের ঋণ দিতে তালবাহানা শুরু হয়। তারা আমাকে নানা ফাঁদে ফেলে নিঃস্ব করার ষড়যন্ত্র করে।
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আরও বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়েই কারো কারো নীল নকশায় ব্যাংক আমাকে চিঠি দিয়ে জানায় আমার কাছে পাঁচ হাজার পাঁচশ ৩৩ কোটি পাবে। এভাবেই আমি এখন বিশাল এই ঋণের জালে পড়ে আছি।