Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিরোজপুরে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন পরবর্তী অগ্নিসংযোগের ঘটনা, হামলা, দলীয় কার্যালয় ভাংচুরসহ নানা মিথ্যাচার, গুজব ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে স্বতন্ত্র (আনারস) প্যানেলের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২৩ জুন)দিবাগত রাতে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঘন্টাব্যাপী এ সংবাদ সম্মেলনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ লিখিত বক্তব্য পাঠ করে প্রতিবাদ জানান।

এসময় নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও নারী ভাইস চেয়ারম্যান অ্যাড. নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা সংসদ নেতারা ও দলীয় নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, গত (১৮ জুন) অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জনগন প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে মঠবাড়িয়া ভূমিদস্যু, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের প্রত্যাখান করেছে।

জনগন কর্তৃক প্রত্যাখান হওয়ার পর ভোটে পরাজিতরা জনগনের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার হীন উদ্দেশ্যে নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা বিএনপি-জামায়াত স্টাইলে নানা গুজব ছড়ায়। খড়ের খাদায় আগুন ও দলীয় অফিস নিজেরা ভাংচুর করে উল্টো স্বতন্ত্র কর্মী সমর্থকদের নামে একের পর এক মিথ্যা মামলা দেয়।

মোটরবাইক থেকে পড়ে আহত ব্যক্তির ওপর মিথ্যা হমলার ঘটনার মামলা দেয়।

সংবাদ সম্মেলনে নির্বাচিত ভাইস চেয়ারম্যানদ্বয় অভিযোগ করেন, পরাজিতরা মঠবাড়িয়াকে সন্ত্রাসী জনপদ হিসেবে চিহ্নিত করতে জনগনের ওপর নানা প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে সাজানো মামলা দায়ের করছে।

হিন্দু বাড়ির খড়ের গাদায় আগুন ও মোটর সাইকেলে নিজেরা পরিকল্পিতভাবে আগুন দিয়ে বিজয়ী স্বতন্ত্র প্যানেলের কর্মী সমর্থকদের নামে সাজানো মামলা দিয়ে হয়রাণি করছে। নির্বাচন পরবর্তী প্রতিটি ঘটনা পরাজিতরা নিজেরা ঘটিয়ে বিজয়ী প্যানেলের ওপর দোষ চাপাচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মধ্য ডিসেম্বর থেকে পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকরা মঠবাড়িয়ায় বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকদের ঘর-বাড়িতে হামলা, আগুন, শত শত কর্মীকে আহত করে মঠবাড়িয়াবাসিকে যারা জিম্মি করেছিল সেই চক্রই এখন অজানা আতংকে সন্ত্রাস শুরু করেছে।

এই ভূমিদস্যু, সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের কারনে মহান মুক্তিযুদ্ধের চেতনা ভুলুন্ঠিত হচ্ছে। সংবাদ সম্মেলনে নির্বাচন পরবর্তী আগুন, হামলা ও মিথ্যা মামলার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা, গুজব নাটকের অপবাদের তীব্র নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, সহ-সভাপতি আফি-উল-হক, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, নব নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ও আওয়ামীলীগ নেতা জাহিদ উদ্দিন পলাশ প্রমূখ।

এছাড়া সংবাদ সম্মেলনে আইনজীবী মুজিবুর রহমান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জালাল আহম্মেদ, শাহাদাৎ হোসেন রাজা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview