Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমরাই প্রকৃত বিরোধী দল’ সংসদে এমপি হারুনের বক্তব্যে হৈ চৈ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিজেদেরকে সংসদের ‘প্রকৃত বিরোধী দল’ বলে দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ ।

সোমবার (১৭ জুন) সংসদের চলতি ২০১৮-১৯ অর্থ বছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনার সময় তিনি এই দাবি করেন। তার বক্তব্যের সময় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা হৈ চৈ করে প্রতিবাদ জানাতে থাকেন।

বিএনপির হারুন বলেন, আমরাই প্রকৃত বিরোধী দল। কারণ গা বাঁচিয়ে আমরা কথা বলি না।”

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যেভাবেই বিরোধী দল সাজান না কেন? মহাজোটের অংশীদারদের দিয়েও সাজান না কেন, তাতে কোনো লাভ হবে না। আমরাই প্রকৃত বিরোধী দল।

এসময় জাতীয় পার্টির সদস্যদের হৈ চৈয়ের মধ্যেই হারুন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে কিছু একটা বলতে চাইছিলেন। তার কথা শেষ হওয়ার আগেই তার বক্তব্যের নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে মাইক বন্ধ হয়ে যায়।

সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এবং সোমবার ও আগের দিন রোববার সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্যরা বিএনপির সদস্যদের বক্তব্যের জবাব দিচ্ছিলেন। অন্যদিকে বিএনপির সদস্যদের বক্তব্য ছিল সরকারি দলের প্রতি আক্রমণ করে।

Bootstrap Image Preview