Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, জুন ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জী হুজুর

সাজ্জাদ মাহমুদ খান
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৪:০৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৪:০৯ PM

bdmorning Image Preview


রাজা কহিলেন..
তোদের জন্মের ঠিক নাই।
চামচারা আনন্দে লাফায়
ঠিক তাই, ঠিক তাই।

রাজা মিটিমিটি হাসে
তাকায় আশেপাশে।

আবার শুধায় রাজা..
আমিই তোদের বাপ।
চামচারা বলে
একদম খাপে খাপ।

রাজা খুশিতে গদগদ
অন্ধ চামচাইতো চেয়েছি শুধু।

রাজার ফরমান..
রাজ্যে মলমূত্র ত্যাগ বন্ধ।
চামচারা মাথা ঝাকায়
আদেশটা নয় মন্দ।

রাজা সারা রাজ্য ঘুরে
তার মেজাজ ফুরফুরে।

এবার হুংকার ছাড়লেন রাজা..
জামা-কামড় পরবেনা প্রজা।
চামচারা কহে, আহা কি চমৎকার
রাজ্যের প্রজারা এখন দিগম্বর।

Bootstrap Image Preview