৩০ মে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপ আসরের পর্দা উঠতে যাচ্ছে। এর দুই দিন পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে ইংল্যান্ডে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে বিরাজ করছে চরম উত্তের্জনা।
২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচের টিকেট নেয়ার তালিকায় প্রথমেই রয়েছে প্রবাসী বাংলাদেশিরা। তবে শুরু বাংলাদেশের সমর্থকরাই নয় এই ম্যাচকে ঘিরে টিকেট সংগ্রহ করছেন আফ্রীকা ও ইংল্যান্ড দলের সমর্থকরা।
বাংলাদেশ ও আফ্রিকা ম্যাচটি মাঠে গড়াতে এখনো ৫ দিন বাকি। কেনিংটন ওভালের দর্শক ধারণক্ষমতা ২৪ হাজার ৫০০ জন। তবে এর মধ্যেই এই ম্যাচের টিকেট ফুরিয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ওয়েভ সাইট থেকে এই তথ্য জানা গেছে।
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রতিটি দলই রয়েছে সতর্ক অবস্থায়। সাম্প্রতিক সময়ে মাশলাফির দল রয়েছে দুদান্ত ফর্মে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে তারা।