Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পুলিশ কর্মকর্তার জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দোষী ঐ উপ-সহকারী পরিদর্শকের নাম মাহবুবুর রহমান। 

শুক্রবার (২৪ মে) দুপুর ১২টায় শহরের রশিদ কিশালয় বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এ রায় দেন।

পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। পরীক্ষায় যাকে আমরা অপরাধী হিসেবে পেয়েছি, তাকেই শাস্তির আওতায় এনেছি।

আগামী ৩১ তারিখের পরীক্ষায়ও একইভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview