Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আঁটোসাঁটো পোশাক পরে মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


প্রতিটি মানুষের সৌন্দর্য্য বর্ধনের অন্যতম মাধ্যম হচ্ছে পোশাক। এবারের কান চলচ্চিত্র উৎসবে পোশাক নিয়ে ঘটে গেলো এমন ঘটনা, যার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। আঁটোসাঁটো পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবে জ্ঞান হারালেন হলিউড অভিনেত্রী এল ফ্যানিং।

চলছে ৭২তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে মঙ্গলবার যোগ দিয়েছিলেন ২১ বছর বয়সী অভিনেত্রী অ্যালি ফ্যানিং। তিনি ছিলেন কান উৎসবের জুরি বোর্ডের সদস্য।

সবকিছু ঠিক থাকলেও অ্যালি ফ্যানিং পরিহিত পোশাকটি তুলনামূলক আঁটোসাঁটো হয়ে গিয়েছিল তার জন্য। তাই তো চপিং বোর্ড ডিনারের সময় মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান এই তারকা।

সে অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান সঙ্গে থাকা তার বোন ডাকোটা ফ্যানিং ও ব্রিটিশ তারকা অভিনেতা কলিন ফার্ট। এ ঘটনা অবশ্য কানের অন্য সদস্যরা বুঝে ওঠার আগেই সরিয়ে নেয়া হয় তাকে।

পরে অবশ্য সুস্থ হয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ তারকা অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন, ‘উপস, ১৯৫০-এর প্রাডা প্রম ড্রেস পরে মাথা ঘুরে পড়ে যাই। বাকিটা ঠিক আছে, এখন আমি সুস্থ।’

Bootstrap Image Preview