সাহরীতে উঠো তুমি সবার-ই আগে
নামাজে দাঁড়াও তুমি মাক্বামে মাহমুদের খোঁজে,
সাহরী শেষ করে শোকরিয়া বল
কুরআন তেলাওয়াতে তুমি আল্লাহকে খোঁজ।
মুয়াজ্জিনের আহ্বানে ফজরেতে যাও
ইমামের তেলাওয়াতে মনোযোগ দাও,
তারপর কিছুটা বিশ্রামে নিজেকে সাজাও
সকালে তাড়াতাড়ি নিজেকে জাগাও।
সারাদিনের কাজের ফাঁকে যোহরেতে যাও
জামায়া'তের আগে পরে কুরআনে মন দাও,
নামাজ শেষে আবার কর্মে ফিরাও
কর্ম শেষে নিড়ে এসে বিশ্রাম দাও।
ক্লান্ত মনে এবার আছরেতে যাও
নামাজ শেষ করে প্রশান্তি খোঁজ,
তাকিয়ে থাকো তুমি সফেদ ঘড়িতে
কখন হবে তোমার সিয়ামের ভাঙ্গন যে।
ইফতারিতে তুমি জান্নাতের ঘ্রাণ নাও
মুনাজাতে সকল কথন আল্লাহকে বল,
ইফতারি শেষ তবে নামাজে দাঁড়াও
নামাজেতে আল্লাহর সাথে আলাপনে যাও।
নামাজ শেষ করে পরিবারে মন দাও
সারাদিনের ক্লান্তি দুরে একটু সুযোগ নাও,
পরিবারে হাসি-মুখে সবার খোঁজ রাখো
মিলেমিশে জান্নাতি এক পরিবেশ গড়ো।
আবারও তাকাও তুমি সফেদের ঘড়িতে
এশারের জন্য আবার নিজেকে গড়ো রে,
যাও ছুটে যাও মসজিদে ইমানের গতিতে
বাড়ী ফিরে এসো তুমি আল্লাহর রহমতে।
রহমতে থাকো তুমি মন-বাসনা দিয়ে
মাগফেরাতে ক্ষমা নাও মহান প্রভুর কাছে,
শেষ দশদিনের নাজাত তালাশে হও মন ব্যস্ত
দিবা-নিশি থাকো তুমি ইবাদাতে মগ্ন।