Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঁজা সেবনে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার ছেলের ওপর হামলা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা সেবনে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার প্রতিবন্ধী সন্তান মহিউদ্দিনের ওপর (৩৩) হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া লঞ্চঘাটে এ হামলা ঘটনাটি ঘটেছে। গুরুতর অহতাবস্থায় স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে বারোটার দিকে ফুলবুনিয়া লঞ্চঘাটে গাঁজা সেবন করছিল একই এলাকার হাসান হাওলাদার। রমজানের দিনে গাঁজা সেবনে বাধা দিলে এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার রেশ ধরে বেলা দুইটায় চায়ের দোকানের সামনে বসে থাকা মহিউদ্দিনের উপড় ধারালো চাপাটি দিয়ে হামলা চালায় হাসান। এতে মহিউদ্দিনের ডান হাত ও বাম হাত গুরুতর জখম হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. সংকর কুমার পাল জানান, মহিউদ্দিনের ডান পঙ্গু হাতে পাঁচটি সেলাই লেগেছে। তার ডান হাতেও জখম হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য সাহাবউদ্দিন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview