Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেইলার্স কারিগরদের মজুরি বৃদ্ধির দাবি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বেতন বৃদ্ধির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে টেইলার্স করিকর সমিতি।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

জেলা টেইলার্স কারিগর সমিতির সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত টেইলার্স করিকররা জানান, গত তিন দিন ধরে তারা ধর্মঘট পালন করছেন। টেইলার্স মালিকরা ঈদকে সামনে রেখে কাস্টমারদের কাছ থেকে বাড়তি মজুরি নিলেও তাদের বাড়তি মজুরি দেয়া হয় না। এ অবস্থায় ন্যায্য মজুরি ছাড়া তারা কাজে ফিরবেন না বলে ঘোষণা দেন।

টেইলার্স কারিগর সমিতির সাধারণ সম্পাদক শাহিন জানান, তারা দিনরাত পরিশ্রম করে পোষাক তৈরী করেন, অথচ খদ্দেরের কাছ থেকে বেশি মুনফা নিয়ে যায় মালিকপক্ষ।

এটা প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ঈদকে সামনে রেখে প্রায় দ্বিগুণ মজুরি নেয়া হচ্ছে, অথচ তাদের বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থার অবসান না হলে ধর্মঘট চালিয় যাবার ঘোষণা দেন তিনি।

Bootstrap Image Preview