Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে ১ লক্ষ রেণুপোনা জব্দ, ৪ জেলের জেল-জরিমানা

সোহেব, দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ১৩ মে ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান উপজেলায় এক লাখ চিংড়ি রেণুসহ ৪ জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভবানীপুর মেঘনা নদীর পাড় থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এক লক্ষ রেণু পোনাসহ ৪ জেলেকে আটক করা হয়।

এ সময় তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা এবং এক জেলেকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন আব্দুল খালেক, চুন্নু কামাল, মো. সিরাজ ও মো. জুয়েল।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি দল উপজেলার মেঘনা নদীর পাড়ে অভিযান চালায়। এ সময় নদীর পাড়ের ভবানিপুর এলাকা থেকে এক লাখ চিংড়ি রেণু ও চার জেলেসহ মাছ ধরার যাবতীয় সরাঞ্জম আটক করা হয়।

পরে চিংড়ি রেণুগুলো মেঘনা নদীসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়। দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

Bootstrap Image Preview