Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জগৎ সংসারের মা ফেরদৌসী মজুমদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১০:০৭ PM
আপডেট: ১১ মে ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আহসান হাবিব সকালের রচনায় ও রিদম খান শাহীনের পরিচালায় র্নিমিত হয়েছে মা দিবসের বিশেষ নাটক’ জগৎ সংসার।

নাটকের গল্প দেখা যাবে রেনু বেগম ‘ফেরদৌসি মজুমদার’ একজন সম্ভ্রান্ত ঘরের বউ, স্বামী সংসার ছেলে ও ছেলেদের বউদের দিয়ে বেশ হাসি খুশি ভাবে কেটে যাচ্ছিল দিন, হঠাৎ একদিন রেনু বেগমের স্বামী মারা যায়, সেই থেকে নেমে আসে সংসারে কালো ছায়া, বাড়ীর বহু পুরনো কাজের মহিলা মীনারাকে ছেলের বউ’রা যুক্তি করে বাড়ী থেকে বের করে দেয়।

রেনু বেগম কিছু বলতে পারে না, রেনু বেগমের হাত থেকে ধীরে ধীরে, সংসারের সমস্ত কর্তৃত্ব ছিনিয়ে নেওয়া হয়, ছেলেরা মা রেনু বেগমকে এটা সেটা বুঝিয়ে, বসত বাড়ীটিও নিজেদের নামে লেখে নিয়ে হাউজিং কোম্পানীর লোকদের দিয়ে দেয়, ছেলেদের কে কিছু বলতে পারেনা।

একদিন খাবার টেবিলে ছেলে ও ছেলের বউরা রেনু বেগমকে বৃদ্ধাশ্রমে রেখে আশার পরিকল্পনা করেন, যা রেনু বেগম নিজ কানে শোনে’ নিজেকে আর স্থির রাখতে পারেনা। রাতে অন্ধকারে সংসারের সমস্ত মায়া কাটিয়ে অনেক কষ্ট নিয়ে মনের মাঝে, গৃহত্যাগ করে আশ্রয় নেয় বাড়ীর পুরোনো কাজের মহিলা মীনার সংসারে, এভাবে গিয়ে যাবে জগৎ সংসারে গল্প।

জগৎ সংসারে, ফেরদৌসি মজুমদার ছাড়াও, তৌকির আহমেদ অভিনয় করেছেন একজন র্নিমাতার চরিত্রে ও ফারজানা ছবি একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন।

আরো অভিনয় করেছেন, সুষমা সরকার, সুমনা সোমা, শফিউল আলম বাবু, জিদান সরকার, ,কামরুজ্জামান সাগর, শারমিন ফামিদা, ইশাত খান, মাসুদ করিম সুজন, জিতু হায়দার ও মহসীন পলাশ অভিনয় করেছেন।

 ‘জগৎ সংসার’ মা দিবসের নাগরিক টিভির বিশেষ অনুষ্ঠান আয়োজনে রাত ১০ টায় প্রচার হবে।

Bootstrap Image Preview