Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন

রবিউল হাসান মনির
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজিকে অন্তর্ভূক্ত করায় ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও অবমাননাকর বক্তব্য দেয়ায় উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী হোসাইন মোসারফ সাকুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

শনিবার (১১ মে) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখীন সড়কে দুই ঘন্টাব্যাপী পৃথক দুই মানববন্ধনে উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। 

পরে মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন অঞ্চলের আসাদ নগরের ইয়াং অফিসার মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনুর সভাপতিত্বে সমাবেশে বক্ত্য দেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, আব্দুস সোবহান শরীফ, লুৎফর রহমান, আবদুস সালাম মোল্লা, মতিয়ার রহমান, মোশারেফ হোসেন, রফিকুল ইসলাম জালাল ও শাহাদাৎ হোসেন রাজা প্রমূখ। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেননি। ২০০৫ সালে বিএনপির হয়ে নির্বাচিত হয়ে প্রভাব খাটিয়ে ওই সময় মুক্তিযোদ্ধা গেজেটভূক্ত হন। তার বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধা গাউস আকন বাদি হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করেছেন। এমন অবস্থায় তাকে মুক্তিযাদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয়েছে যা অনাকাঙ্খিত।  

অপরদিকে পৃথক সমাবেশে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, মহান মে দিবসে শহীদ মিনার মুক্তমঞ্চে শ্রমিক সমাবেশে উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী হোসাইন মোসারেফ সাকু মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ ও অবমানাকর বক্তব্য দেন। এর বিচার দাবি করে মুক্তিযোদ্ধারা বলেন, নৌকার প্রার্থী নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে মিথ্যাচার করছেন। তার পরিবারের কোন সদস্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না। সে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যমূলক অবমাননা করেছেন।

Bootstrap Image Preview