Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জয়ার কন্ঠে মুগ্ধ ডা. দেবী শেঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি জয়ার সিনেমা ‘কন্ঠ’ দেখে মুগ্ধ হয়েছেন। গত সোমবার (৬ মে) বেঙ্গালুরুতে সিনেমার একটি বিশেষ স্ক্রিনিং হয়। সেখানে সিনেমাটি উপভোগ করেছেন ডা. দেবী শেঠি ও তার টিম।

সিনেমা দেখে ডা. দেবী শেঠি জানিয়েছেন, এই সিনেমা সবার অনুপ্রেরণা। নিজের রোগীদেরও সিনেমাটি দেখার পরামর্শ দেবেন তিনি।

সিনেমার গল্পে দেখা যাবে, সিনেমার মূল চরিত্রে অর্জুন (শিবপ্রসাদ) আদতে একজন কণ্ঠশিল্পী, রেডিও জকি। একদিন হঠাৎই ধরা পরে তার গলার ক্যান্সার। চিকিৎসক তাকে স্বরযন্ত্রই বাদ দিতে হবে বললেন। এরপর তার অপারেশন হয়। অপারেশনের পর অর্জুনের গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করে।

সেখান থেকে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। কীভাবে সেখান থেকে বেরিয়ে আসলেন তিনি, সেই চিত্রই ফুটে উঠবে পর্দায়।

মূলত ক্যান্সারে সচেতনতা বাড়াতেই ‘কণ্ঠ’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ,পাওলি দাম ও জয়া আহসান।

Bootstrap Image Preview