Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুবীর নন্দীর শেষ শ্রদ্ধায় ভারতীয় হাইকমিশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বুধবার (৮ মে) সোয়া ৯টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশের পক্ষে কমিশনের অ্যাটাশে প্রেস অ্যান্ড ইনফরমেশন দেবব্রত পাল এ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রায়ত এই শিল্পীর ভক্ত, শ্রোতা আর সহকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো এ শিল্পীর প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানান।

প্রিয় গায়ককে শেষবারের মতো দেখতে শহীদ মিনারে ঢল নামে হাজারো জনতার। রাজধানী ছাড়াও ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন তাদের প্রিয় শিল্পীকে একনজর দেখার জন্য। সবাই হাতে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান খ্যাতিমান এই শিল্পীকে 

বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হয় ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ নেয়া হয় রামকৃষ্ণ মিশনে।

দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview