নেপালের এক তরুণী একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়েছেন। ১৮ বছর বয়সী ওই তরুণীর নাম বন্দনা নেপাল।
শনিবার (৪ মে) নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে ডেকে বন্দনাকে পুরস্কৃত করেছেন।
বন্দনা নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা জেলার মেয়ে। গত শুক্রবার তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
গত নভেম্বরের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাঠমাণ্ডুর একটি হলে নাচেন বন্দনা। সেসময় স্বজন-শুভানুধ্যায়ী ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী শক্তি বসনেতও। মুগ্ধ হয়ে সবাই বন্দনার নাচ উপভোগ করেন।
নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় ঘণ্টায় কেবল পানাহার ও ফ্রেশ হওয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়েছিলেন বন্দনা।
এর আগে এই ‘দীর্ঘতম একক নৃত্যে’র রেকর্ডটি ছিলো কালামান্দালাম হেমলতা নামে এক ভারতীয় তরুণীর দখলে। ২০১১ সাল তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে ওই রেকর্ড গড়েছিলেন।