কখন, কোথায় কার মৃত্যু হবে বলা যায় না। সকল মৃত্যুই কষ্টের, তবে কিছু মৃত্যু মেনে নেয়া অধিক কষ্টকর। স্টেজ পারফর্ম করার সময় অনেক তারকা মারা গেছেন। গত শনিবার (২৭ এপ্রিল) ফ্যাশন শো এর র্যাম্পে হাঁটার সময় টেলস সোয়র্স নামের এক মডেলের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাওপাওলো ফ্যাশন উইকে। হল ভর্তি দর্শক, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, ক্যাটওয়াক করে স্টেজ মাতাচ্ছেন মডেলরা। এর মধ্যেই র্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যান এক মডেল। ছুটে এলেন অনেকেই। সবাই ভেবেছেন কোনো কিছুর সঙ্গে পা আঁটকে পড়ে গেছেন টেলস সোয়র্স। হাসপাতালে নেওয়ার সুযোগও মেলেনি। সেখানেই মৃত্যুবরণ করেছে তিনি।
অনেকেরই অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। তবে হৃদরোগজনিত কোনও সমস্যা তার আগে ছিল কিনা বা পড়ে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে এই ঘটনায় ফ্যাশন জগতে বেশ উদ্বেগ বেড়েছে।
মৃত্যুর সময় টেলস সোয়র্স এর বয়স হয়েছিল ২৬ বছর। তার আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উদ্যোক্তরা। ধারণা করা হচ্ছে জিরো সাইজ ফিগার বানাতে করতে গিয়ে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলেছিলেন ওই মডেল। সেটাই তার মৃত্যু ডেকে আনলো।
প্রসঙ্গত, এর আগেও শারীরিক অসুস্থতার কারণে কম বয়সেই মডেলের মৃত্যু ঘটেছে। ছিপছিপে চেহারায় ফ্যাশন ব়্যাম্প মাতানোর লক্ষ্যে অনেক সময়েই মডেলরা দিনের পর দিন না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন। এতে হিতে বিপরীত হয়। ব্রাজিলের খ্যাতনামা মডেল আনা ক্যারোলিনা রেস্টন নামে এক মডেল অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। ২১ বছর বয়সী ওই মডেলের উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি, কিন্তু ডায়েট করে ওজন নামিয়েছিলেন ৪০ কেজিতে। এরপর ফের ওজন কমানোর চেষ্টা করলে তা মারাত্মক আকার ধারণ করে। শেষে অ্যানোরেক্সিয়া নারভোসায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।