Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:৩৮ PM

bdmorning Image Preview


দেশের বরেণ্য এই সংগীতশিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেরর জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। পরিবারের পক্ষ থেকে তিনি সুবীর নন্দীর চিকিৎসার বিষয় সমন্ময় করেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হয়েছে তারা সুবীর নন্দীর চিকিৎসার জন্য রাজি হয়েছে। আজ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সামন্ত লাল সেন জানিয়েছিলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। গত শনিবার সুবীর নন্দীকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সব মিলিয়ে এটা বলতে হয়, তার শারীরিক অবস্থা মোটেও ভালো না।

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সংগীতশিল্পীরা। প্রধানমন্ত্রীর এই মহানুভবতার জন্য সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান সুবীর নন্দী একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান থেকে ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

Bootstrap Image Preview