Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাউখালীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


পিরোজপুরের কাউখালীতে যুবউন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকরা কর্মসংস্থানের দাবি করে সরকারি চাকরির জন্য উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ন্যাশনাল সার্ভিসে কর্মরতদের চাকরির জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষণ গ্রহণ করা প্রায় পাঁচ শতাধিক বেকার যুবক-যুবতী।

কাউখালী ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ ব্যানারে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাউখালী ন্যাসনাল সার্ভিস একতা কল্যান পরিষদের সভাপতি বংশি বদন সাহা, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, মাহাফুজা খানম মিলি, শংকর কর্মকার, সোহাগ তালুকদার, সজল সুতার প্রমুখ।

এ সময় বক্তারা জানান, ঘরে ঘরে চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার ২০১০ সালে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে কাউখালী উপজেলায় ৫০০ জন বেকার যুবক ও নারীকে দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। তিন মাস প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন সরকারি দফর, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে দুই বছরের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সরকার মাসে ৬ হাজার টাকা সম্মানী প্রদান করে কিন্তু তারা দক্ষতার সাথে কাজ করতে থাকলে চাকরির দুই বছর মেয়াদ শেষে এখন তারা বেকার।

মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, আমরা এখন প্রশিক্ষিত জনবল আমাদের দেশ গঠনে আমাদের ব্যবহার করুন। আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কাউখালী ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের ব্যানারে মানবন্ধনে একত্ততা ঘোষণা করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন ও সমাজসেবক আব্দুল লতিফ খসরু।

ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি জাতীয়করণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আমরা বেকার ভাতা নয় কর্মসংস্থান চাই। আমাদের পরিবার ও সমাজের বোঝা হতে চাই না।

Bootstrap Image Preview