Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শুক্রবার, ডিসেম্বার ২০২৩ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেসবুক থেকে ৮৪ টাকা বেতন পান জাকারবার্গ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিগত তিন বছর ধরে অফিসিয়ালি ফেসবুকের কাছ থেকে ১ ডলার যা (বাংলাদেশি টাকায় ৮৪ টাকা) করে বেতন নেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তবে জাকারবার্গ তার নিরাপত্তা ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্যই ফেসবুক গত বছর খরচ করেছেন ২.৬ কোটি মার্কিন ডলার।

শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

জাকারবার্গ নিরাপত্তার জন্য ২০১৭ সালে ফেসবুক খরচ করেছিল ৯০ লাখ ডলার। আর নিজের প্রয়োজনে বেসরকারি বিমান ব্যবহার করার জন্য গত বছর ফেসবুক আরও ২৬ লাখ ডলার খরচ করেছে জাকারবার্গের জন্য।

ফেসবুকের তরফে বলা হয়েছে, ওই খরচটাও মূলত নিরাপত্তাকেন্দ্রিক। সম্প্রতি বছরগুলোতে বেশ সমালোচনার মধ্যেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিকমাধ্যমটি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব, ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারিসহ অনেকবার তথ্য ফাঁস নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

Bootstrap Image Preview