Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরুষ গলায় প্রেমের প্রস্তাব, গ্রেফতার নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ছেলের গলা নকল করে একাধিক নারীর সঙ্গে প্রেম করেছেন তিনি। অবশেষে ফেসবুকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের হুগলির শেওড়াফুলির এক কলেজছাত্রী। অভিযুক্ত ছাত্রীর নাম মৌমিতা চৌধুরী। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬টি মোবাইল। 

পুলিশ জানায়, সোশাল মিডিয়া থেকে বিভিন্ন মেয়ের নম্বর জোগাড় করে তাদের প্রেমের প্রস্তাব দিত ওই তরুণী। একাধিক মহিলাকে বিয়ের প্রস্তাবও দেয় সে। অভিযোগ, প্রস্তাব নাকচ করলেই সোশাল মিডিয়ায় তাদের সম্পর্কে কুৎসা রটাতো মৌমিতা। পরিবারের নামেও অশ্লীল কথা ছড়াতো।

ভাঙরের এক কলেজ ছাত্রীর অভিযোগে সামনে আসে গোটা ঘটনাটি। ওই ছাত্রীর কথায়, ২০১৮ এর নভেম্বরে ওই কলেজছাত্রীর সঙ্গে একইভাবেই সোশাল মিডিযায় আলাপ হয় মৌমিতার। জানুয়ারিতে বিয়ের প্রস্তাব দেয় সে। বিষয়টিতে অসঙ্গতি দেখে পুলিশের দ্বারস্ত হয় ওই ছাত্রী। তদন্তে নেমে মৌমিতাকে গ্রেফতার করে বারুইপুর সাইবার থানার পুলিশ। 

মৌমিতার নামে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী ও বর্ধমান থেকেও একাধিক অভিযোগ জমা পড়েছে। দকে অভিযুক্ত মৌমিতার দাবি, তার ফোন নিয়ে এমন কাজ করেছে তারই এক ছেলে বন্ধু। সূত্র: জি নিউজ 

Bootstrap Image Preview