Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেভাবে হয়ে উঠলেন টেলি সামাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গত শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কমেডি সম্রাট টেলি সামাদ।

তার মৃত্যুতে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। একজন উচ্চশিক্ষিত তারকা হিসেবেও সবার শ্রদ্ধা অর্জন করে নিয়েছিলেন তিনি। অভিনয় ছিল তার ধ্যানজ্ঞান। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিনিয়তই কৌতুক অভিনয়ের প্র্যাকটিস করতেন।

চারুকলার সেই আব্দুস সামাদ কীভাবে হয়ে উঠলেন টেলি সামাদ? নামের আগে 'টেলি' শব্দটি কেন ব্যবহার করতেন এই অভিনেতা?গল্পটা বেশ কৌতুহল উদ্দীপক। স্বাধীনতার পরপর সময়টাতে টেলিভিশনে খুবই জনপ্রিয় ছিলেন টেলি সামাদ। চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শক। সবখানেই তখন তাকে নিয়ে আলোচনা।

অনেকদিন পরে ভালো একজন কমেডি অভিনেতা পাওয়া গেছে। হঠাৎ একদিন বিটিভি থেকে একটি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলেন তিনি। সেই অনুষ্ঠানটিই বদলে দিল তার নাম। তখন দেশের একমাত্র টেলিভিশন ছিল বিটিভি। দুর্দান্ত সব অনুষ্ঠানের কারণে চ্যানেলের জনপ্রিয়তাও ছিল ব্যাপক। তাই আমন্ত্রণ পেয়ে সিদ্ধান্ত নিতে দেরি করেননি আব্দুস সামাদ।

সেই অনুষ্ঠানেই বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন বললেন, 'সামাদ শোন, আজ থেকে তোর নাম টেলি সামাদ।' সেই থেকেই আব্দুস সামাদ হয়ে গেলেন 'টেলি সামাদ'। এই নামেই তিনি দেশব্যাপী পেয়ে গেলেন আকাশছোঁয়া খ্যাতি।

Bootstrap Image Preview