তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি 'নো ল্যান্ডস ম্যান' নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এই ছবির প্রধান অভিনয়শিল্পী কে হচ্ছেন?
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন বলিউডের খ্যাতনামা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তিনি শুধু অভিনয়ই করছেন না, পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’ চলচ্চিত্রটি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছে।
‘নো ল্যান্ডস ম্যান’ নির্মাতার প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। কারণ নওয়াজউদ্দিন সিদ্দিকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও ছবিটি প্রযোজনা করছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।
উল্লেখ্য, ছবিটিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও অভিনয় করবেন একজন আমেরিকান অভিনেত্রী, যার নাম খুব শীঘ্রই জানা যাবে। এছাড়া ছবিটিতে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেতা। এই চলচ্চিত্রে সংলাপগুলো হবে মূলত ইংরেজি ভাষায় এবং এর পাশাপাশি উর্দু, হিন্দি ও বাংলা ভাষাতে কিছু সংলাপ হবে বলে জানান মোস্তফা সরয়ার ফারুকী।