মেক্সিকোর জনপ্রিয় রকস্টার আর্মান্দো ভেগা গিল আত্মহত্যা করেছেন। তার বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ সহ্য করতে না পেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
মৃত্যুর আগে টুইটারে একটি 'সুইসাইড নোট' টুইট করেন এসব কথা জানান তিনি। তবে আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি ৬৪ বছর বয়সী এই রকশিল্পী।
গেল সোমবার স্থানীয় সময় সোমবার ভোর ৪টার দিকে মেক্সিকান সিটির নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
রয়টার্স জানায়, স্থানীয় কর্তৃপক্ষ মেক্সিকো সিটির তার বাড়িতে মরদেহ পায়। আর্মান্দো ছিলেন 'বোতেল্লিতা ডি জেরেজ' নামে এক মেক্সিকান রক ব্যান্ডের স্রষ্টা।
সেই ব্যান্ডের একজন প্রতিনিধি পাওলা হার্নান্দেজ জানান, তার মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগেও তিনি ফোনে কথা বলেছিলেন।
আর্মান্দোর বিরুদ্ধে এক নারী অভিযোগ করে বলেছিলেন, ১৩ বছরের এক কিশোরীকে একদিন আর্মান্দো তাকে বাড়িতে ডেকে কিভাবে চুমু খেতে হয় তা শেখানোর নাম করে যৌন নিগ্রহ করেন। ওই অভিযোগের পর মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েন এই রকশিল্পী।
টুইটার পোস্টের সুইসাইড নোটে আর্মান্দো লিখেছেন, আমার বিরুদ্ধে আনা মিটুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অপরাধবোধে নয়, অত্যন্ত অপমানিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এই অভিযোগের পর আমার ছেলে কিভাবে সমাজে মুখ দেখাবে, তা নিয়ে যথেষ্ট চিন্তিত আমি।
পুলিশ তার সুইসাইড নোট উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
তবে ভক্তরা বলছেন, আদালতের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্মান্দোকে দোষী সাব্যস্ত করেন সমালোচকরা। অসহায় হয়েই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।