Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাবা হচ্ছেন জাস্টিন বিবার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM

bdmorning Image Preview


কানাডিয়ান তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার ও মার্কিন মডেল হেইলি ব্যাল্ডউইন গেলো বছরের ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ম্যারেজ রেজিস্ট্রার অফিসে কাউকে না জানিয়ে চুপিসারে বিয়ে করেন। তাহলে কি এবার সত্যিই বাবা হচ্ছেন এই তারকা?

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী হেইলি ব্যাল্ডউইনের একটি ছবি পোস্ট করেন বিবার। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় উন্মুক্ত পেটে হাত দিয়ে আছেন হেইলি ব্যাল্ডউইন। পাশে তার সেবায় ব্যস্ত আছেন দুজন চিকিৎসক। ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।

অনেকেই ভেবে নিয়েছিলেন হেইলি সত্যিই সন্তান সম্ভবা। পরবর্তীতে হেইলি সেই পোস্টের বিপরীতে লেখেন, হাস্যকর, মজা শেষ হয়েছে? হেইলির এই কমেন্টের পর কারও বুঝতে বাকি ছিল না যে, এটা নিছক মজা ছিল। জাস্টিন সবাইকে বোকা বানিয়েছেন।

প্রতিবছর ১ এপ্রিলকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা ‘এপ্রিল ফুল ডে’ পালন করে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এদিক থেকে এগিয়ে। মানুষকে বোকা বানানোর এ রীতিতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নেন। জাস্টিন বিবারও তেমনটিই করেছেন।

Bootstrap Image Preview