Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

র‍্যাপার নিপসিকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


মার্কিন র‍্যাপ তারকা নিপসি হাসল। ৩৩ বছর বয়সী এই র‍্যাপারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার (৩১ মার্চ) তার নিজের পোশাক বিপণি  ‘ম্যারাথন ক্লোথিন’ এর সামনে খুন হন তিনি।

জানা গেছে, দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের পশ্চিম স্লসান অ্যাভিনিউ এলাকায় নিজের কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন নিপসি। অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ সেখানে গুলি চালাতে শুরু করে। কয়েকটি গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই র‌্যাপ তারকা। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে মারা যান নিপসি।

হামলার কয়েক ঘন্টা আগেই একটি টুইট করেছিলেন নিপসি। সেখানে তিনি লিখেছেন, ‘শক্তিশালী শত্রু থাকা ভালো’।

আর এই টুইটই তদন্তকারীদের মনে প্রশ্ন জাগিয়েছে। এর জের ধরেই তারা মনে করছেন, কোনো কারণে হয়তো হামলার ইঙ্গিত পেয়েছিলেন নিপস।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী এখনও ধরা পড়েনি। নিপসিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং কোনো বড় দল রয়েছে এর পেছনে।

উল্লেখ্য, চলতি বছর নিপস হাসল তার ‘ভিক্টরি ল্যাপ’ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

Bootstrap Image Preview