Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৩ | ১১ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেদেরারের ১০১তম ট্রফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


১০১তম ট্রফিটা শেষ পর্যন্ত উঠল রজার ফেডেরারের হাতে। রবিবার মিয়াসি ওপেনের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন জন ইসনারকে ৬-১, ৬-৪-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন রজার ফেদেরার।

গত দু'বছর ধরে ক্লে কোর্টের কোনও টুর্নামেন্টে খেলেননি তিনি। কিন্তু বড় সার্ভের মাস্টারকে মাত্র ৬৩ মিনিটে হারিয়েদিলেন ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী তারকা। জিতে রজার ফেদেরার বলেন, ‘‘গত কয়েক বছর আমি ক্লে কোর্টে খুব কম খেলেছি তাই ছোট ছোট করে এগোচ্ছিলাম। আমি জানি না কী প্রত্যাশা রয়েছে তবে এই জয় আরও চাপ নিয়ে আসবে।''

এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘এখান থেকে জিতে আমি এ বার ছুটি কাটাতে যাব। একটু ব্রেক চাই। আর পর আবার প্রস্তুতি শুরু করব। শারীরিকভাবে আমি একদম ঠিক আছি তাও দেখতে হবে বডি কী অবস্থায় রয়েছে।''

২৬ মে থেকে শুরু হবে রোলাঁ গারো, এই মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। সেখানে রাফায়েল নাদালকে সিংহাসনচ্যুত করা বিষয়ে রজার বলেন, ‘‘আমি মুখিয়ে রয়েছে। খুব ভাল চ্যালেঞ্জ।''

এই মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েসের ফাইনালে হারের পর মিয়ামি ওপেনে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন রজার ফেডেরার। তবে ফাই‌নালে হার্ড রক স্টেডিয়ামে পায়ের সমস্যা ভুগিয়েছে ইসনারকে।

পরের ইভেন্ট মর্ন্টে কার্লোতে খেলছেন না রজার ফেডেরার। তবে মে মাসের শুরুতে  মাদ্রিদে খেলতে পারেন।

তিনি বলেন, ‘‘মাদ্রিদ হতে পারে দেখি কী হয়। আমাকে প্যারিসের জন্য তৈরি হতে হবে। আশা করে সব খাটনি গ্রাস ও হার্ড কোর্টে কাজে লাগবে।''

ম্যাচ হেরে ইসনার বলেন, ‘‘প্রথম সেট থেকেই ব্যথাটা শুরু হয়। আর ক্রমশ তা বাড়তে থাকে। খুব খারাপ অনুভূতি। খারাপ লাগছে হেরে যাওয়ার জন্য নয় বরং আরও ভাল খেলে ভাল একটা ম্যাচ উপহার না দিতে পারার জন্য।''

Bootstrap Image Preview