Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রকাশিত হলো গ্রাফিক নভেল ‘মুজিব-৬’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১১:২০ PM

bdmorning Image Preview


অবশেষে প্রকাশিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গ্রাফিক নভেল সিরিজ ’মুজিব’-এর ষষ্ঠ পর্ব।

বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই আয়োজিত কমিকস কন্টেস্ট অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুরা হোসেন, সিআরআই-এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অভিনেত্রী জয়া আহসান, সিআরআই ক্রিয়েটিভ ডিরেক্টর ও মুজিব সিরিজের সম্পাদক শিবু কুমার শীল।

‘মুজিব-৬’ বইটি শিরোনাম পেয়েছে ‘খাজার কারসাজি’। এ পর্বে চিত্রায়িত হয়েছে খাজা নাজিমুদ্দিনের নানা কূটকৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান। মূলত, গোপালগঞ্জ জেলার টুঙ্গি পাড়ার অতি সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া এক কিশোর, কৈশোর, যৌবন পেরিয়ে ধীরে ধীরে কীভাবে এই বাংলার ভবিষ্যৎ দিক নির্ধারক হয়ে উঠলেন– সেই গল্প প্রথমবারের মতো ছবি-গল্পে দৃশ্যমান হয় মুজিব গ্রাফিক নভেলে।

গ্রাফিক নভেল মুজিব সিরিজ প্রকাশের জন্য সিআরআইকে ধন্যবাদ জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন তুলের ধরার সৃজনশীল আয়োজন এই গ্রাফিক নভেলটি। সেই সিরিজের ষষ্ঠ খণ্ড প্রকাশ হলো।

পলক বলেন, ‘আমাদের আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আমরা চাই, শিশু-কিশোর, তরুণ ও ভবিষ্যত প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। তারা আত্মবিশ্বাসে উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তার স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে।’

দেশের শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে ধারাবাহিকভাবে গ্রাফিক নভেল সিরিজি মুজিব প্রকাশ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই। এর আগে পাঁচটি পর্বে প্রকাশিত হয়েছে গ্রাফিক নভেল ‘মুজিব’।

বাংলার পাশাপাশি ইংরেজীতেও প্রকাশ পাচ্ছে বইটি। সম্প্রতি জাপানি ভাষায়ও প্রকাশ পেয়েছে ‘মুজিব’। এবার ফ্রান্স ও চীনের শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরতে মুজিব গ্রাফিক নভেলটি ফ্রেঞ্চ ও চাইনিজ ভাষায় প্রকাশিত হবে বলে জানান সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস।

১২ খণ্ডের ‘মুজিব’ গ্রাফিক নভেলের মধ্যে এ পর্যন্ত প্রকাশিত ছয়টি পর্ব পাওয়া যাবে আজিজ সুপার মার্কেটের বিদিত, কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামের সংহতি ও কাক-এ, নিউ মার্কেটের নিউ বুক সোসাইটি, জাতীয় জাদুঘরের পাঠক সমাবেশ সেন্টার ও পান্থপথের মাদল সেন্টারে পাওয়া যাবে।

উল্লেখ্য, চলতি বছর ২০ ফেব্রুয়ারি ‘মুজিব-৬’ প্রকাশ হওয়ার কথা ছিল।

Bootstrap Image Preview