Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শুক্রবার, ডিসেম্বার ২০২৩ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রায় ১০ ঘণ্টা পর চালু হল ফেসবুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:১২ AM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১০:১২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কারিগরি ত্রুটিতে হঠাৎ করে বিপর্যয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অবশেষে প্রায় ১০ ঘণ্টা পর স্বাভাবিকভাবে চালু হয়েছে। একইসঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং প্রতিষ্ঠানটিরই মালিকানাধীন ইনস্টাগ্রামও বিপর্যয় থেকে মুক্তি পেয়েছে।

বুধবার রাত ১০টার পর থেকে হঠাৎ ডাউন হয়ে যায় ফেসবুক। ইনস্টাগ্রামেও এই সমস্যা দেখা যায়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৮টার সময় স্বাভাবিক হয় ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম

জানা যায়,হ্যাকিংয়ের কারণে অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরে জানা যায়, হ্যাকিং নয় ফেসবুকে কিছু কারিগরি সমস্যা হওয়ায় তা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল।

বিবিসি বলছে,ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপজুড়ে অনেক দেশেই এই সমস্যা হচ্ছিল।তবে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছিল তা এখনও অস্পষ্ট।

Bootstrap Image Preview