Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ববির নতুন মিশন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


বাংলা চলচ্চিত্রে চিত্রনায়িকা ববি এরইমধ্যে বেশকিছু দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। বর্তমানে ‘রক্তমুখী নীলা’ নামে নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। ছবিটি পরিচালনা করছেন ভারতের জয়দীপ মুখার্জি।

অ্যাকশন-রোমান্টিক গল্পের ‘রক্তমুখী নীলা’ ছবিটার বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। গত বছর ঢাকার পর অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পড়েছিলো। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন ববি।

ববি বলেন, বর্তমানে নতুন ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিগ বাজেটের ছবি এটি। এছাড়াও, ‘নোলক’ ছবির ফার্স্ট লুক দর্শকরা বেশ পছন্দ করেছেন। ছবিতে নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে দেখতে পাবেন।”

এ ছবির বাইরে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করছেন বলেও জানান তিনি।

Bootstrap Image Preview