আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তাকে ঘিরে মানুষের জানার আগ্রহের কমতি নেই। কিছুদিন আগে হুট করে সানাই জানান, সাবেক একজন মন্ত্রীর সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। নিজেকে রক্ষা করার জন্যই তাকে এই বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। তার এমন বিয়ের খবরে চারদিকে নানা খবর চাউর হয়।
সবার মনে প্রশ্ন জাগে কোনো সাবেক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই? তবে এখনো জানা যায়নি কোন মন্ত্রীর সঙ্গে সানায়ের বিয়ে। সানাই জানিয়েছিলেন, তার বর দশম জাতীয় সংসদে তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সরাসরি রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকেন। তিনি একজন ব্যবসায়ীও। ব্যক্তি জীবনে তিনি ডিভোর্সি। সানাইয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য ২২ বছর।
সেই খবরের সূত্র ধরে মিডিয়া পাড়ায় আবার নতুন করে চাউর হলো তার বর নাকি সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তার সাথে বিয়ে হয়ে গেছে বলেই গুঞ্জন ছড়িয়েছে। সেই বিয়ের কাবিননামা নিয়েও তৈরি হয়েছে আলোচনা, জল ঘোলা হচ্ছে।
এ বিষয়ে সানাই বলেন, ‘এটা ভুয়া একটা কথা। আমাকে নিয়ে নিউজ করছেন করেন। কিন্ত এর মধ্যে আরিফ খান জয়কে কেন জড়াচ্ছেন। কারো কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমাকে দেখাক।'
সানাই আরও বলেন, ‘আরিফ খান জয়ের সঙ্গে দেখা হওয়া তো দূরের কথা উনার সঙ্গে আমার হাই হ্যালোও হয়নি কখনো। তাকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে উনি হয় তো আমাকে চিনবেনই না। উনি আমাদের ক্রীড়া উপমন্ত্রী ছিলেন আমি এতটুকুই জানি একজন নাগরিক হিসেবে। এর বেশি উনার সম্পর্কে কিছুই জানি না। জীবনে উনার সঙ্গে দেখাও হয়নি।’
সানাই বলেন, ‘আমার অনুমতি ছাড়া যদি কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভুল তথ্য ছড়ায় আমাকে আইনের আশ্রয় নিতে হবে। কারণ আইন সবার জন্যই সমান। মানুষের বিভিন্ন রকম লিমিটেশন থাকতে পারে, আমরও আছে। আমার যতোটুকু বলার আমি বলেছি, এর বেশি বলতে না চাইলে আমাকে তো কেউ প্রেসার দিতে পারে না। আমার অনুমতি ছাড়া কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে নিউজ করলে আমি আইনের আশ্রয় দিতে বাধ্য হবো। আমি মানহানির মামলা করবো।’
বেশ শক্ত ভাবেই জানালেন হবু বর প্রসঙ্গে মুখ খুলবেন না সানাই। তিনি বললেন, ‘এখন আমি এ বিষয়ে কিছু বলবো না। আমার যখন ইচ্ছে তখন বলবো। আমার উপরে অন্য অনেক প্রেসার আছে। ওই প্রেসার নিয়ে এই বিষয়ে কথা বলতে চাই না। একজন একটা বিষয়ে কথা বলতে চাচ্ছে না। তাকে দিয়ে জোর করে কথা বলানো নিশ্চয় ঠিক না। ব্যক্তিগত জীবনে আমি যদি ১০টা বিয়েও করি, তার কৈফিয়ত নিশ্চয় কাউকে দিব না।’
বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সানাই। জানালেন চলচ্চিত্রে নিয়মিত হবেন। আর শিগগিরই মুক্তি পাবে তার প্রথম সিনেমা 'ময়নার ইতিকথা'