Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবারের অস্কার জয়ীদের তালিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল জমকালো অস্কারের আসর। প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। চলুন জেনে নেয়া যাক যারা জিতে নিয়েছেন ৯১তম অস্কার অ্যাওয়ার্ড-

সেরা চলচ্চিত্র: গ্রিন বুক
সেরা চলচ্চিত্র পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)
সেরা অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)
সেরা অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)
সেরা পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: রোমা (মেক্সিকো)
সেরা অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স
সেরা মৌলিক গান: শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)
সেরা মৌলিক সুর: ব্ল্যাক প্যান্থার
সেরা চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান
সেরা ডকুমেন্টারি: ফ্রি সলো
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: বাও
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স
সেরা চিত্রগ্রহণ: রোমা
পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার
রূপ ও চুলসজ্জা: ভাইস
শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার
ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান
সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি
শব্দমিশ্রণ: বোহেমিয়ান র‌্যাপসোডি

Bootstrap Image Preview