Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, ডিসেম্বার ২০২৩ | ২০ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফাঁস হয়ে গেছে ফেসবুকের অভ্যন্তরীণ কথোপকথন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেসবুকের মতো একটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রযুক্তি নিরাপত্তাব্যবস্থা অনেক শক্তিশালী হবে বলেই মনে করেন অনেকে। কিন্তু ফেসবুকের কর্মকর্তারা তাঁদের ভেতরকার কথাবার্তা ফাঁস হওয়া ঠেকাতে পারেননি।

গতকাল শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা বলা হয়, একজন অ্যাপ ডেভেলপার পরিচয় গোপন রেখে গিটহাবে ফেসবুক ও সিক্সফোরথ্রির মধ্যেকার আইনি লড়াইয়ের ৬০ পাতার স্পর্শকাতর তথ্য ফাঁস করেন।

ওই ফাঁস করা ই–মেইলে ফেসবুকের এক প্রাইভেসি লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে, যাতে একটি থার্ড পার্টি অ্যাপ ফেসবুকের আর্থিক হিসাব আগেভাগেই জানিয়ে দেওয়ার মতো অবস্থায় গিয়েছিল।

ওই বিষয়ে ফেসবুক কর্মকর্তাদের কথোপকথন অনলাইনে চলে এসেছে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে তথ্য সংগ্রহের বিষয়ে ২০১২ সালের আট পাতার একটি নথি ফাঁস হয়।

Bootstrap Image Preview