পোলিও একটি ভয়ঙ্কর রোগ। একসময়ে বিশ্বব্যাপী অনেক শিশু প্যারালাইসিসের শিকার হয়েছিলো। পোলিওর প্রতিষেধক ছোটো বয়সে না নিলে এ রোগে মৃত্যু বা পঙ্গুত্ব অবধারিত। এমন মারাত্বক রোগের প্রতিষেধক মেয়েকে খাওয়াতে চাননি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। তাই দেশটির আইনশৃঙ্খলাবাহিনী তাকে আটক করেছে।
গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ফাওয়াদকে আটক করে লাহোর পুলিশ। পাকিস্তানের পোলিওকর্মীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার নিয়ম অনুযায়ী ফাওয়াদের বাড়িতে যান পোলিওকর্মীরা। ফাওয়াদের স্ত্রী সাদাফ খান তার শিশুকন্যাকে অ্যান্টি-পোলিও ভ্যাকসিন খাওয়াতে পোলিওকর্মীদের কাছে নিয়ে আসেন। এসময় ফাওয়াদ এসে তার মেয়েকে কোনো পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে না বলে বাধা দেন। পোলিওকর্মীদের শত বোঝানোর পরেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন ফাওয়াদ।
এসময় তাদের সঙ্গে অসভ্য আচরণ করেন ও বাড়ির ড্রাইভারকে দিয়ে তাদেরকে বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ করেন পোলিওকর্মীরা।
এ ঘটনার পর স্থানীয় থানায় ফাওয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন পোলিওকর্মীরা। পুলিশ ফাওয়াদকে আটক করে থানায় নিয়ে যায়।