Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি নিজে তিনটে বিয়ে কেন করলেন?‌‌’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


পুলওয়ামায় জঙ্গি হামলার পর একটি ভিডিও বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দু’‌দেশ আলোচনায় বসলে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব‌। তার এই মন্তব্যকে কটাক্ষ করে তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বলিউডের চিত্রপরিচালক রামগোপাল ভার্মা।

একাধিক টুইট করে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রামগোপাল। একটি টুইটে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি বলছেন কথা বললেই সব সমস্যার সমাধান সম্ভব। সেটা হলে আপনি নিজে তিনটে বিয়ে কেন করলেন?‌‌’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘‌মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আমরা ভারতীয়রা জানিনা কোনো ব্যক্তি আমাদের দিকে বিস্ফোরক নিয়ে ধেয়ে এলে আমরা কীভাবে তার সঙ্গে আলোচনা করব?‌ আপনি আমাদের শিখিয়ে দিন। চিন্তা করবেন না, শিখিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব।’

Bootstrap Image Preview