Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাতৃভাষা নিরব কান্নায় কথা বলে 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


 

মাতৃভাষা নিরব কান্নায় কথা বলে 

মো: গোলাম মোস্তফা (দুঃখু)

 

বাংলা ,

তুমি আমাকে আরেকবার !

জন্ম নিতে দিবে - তোমার মাটিতে ।

 

বাংলা ভাষায় কথা বলে ,

নিজেকে অভিশাপ মুক্ত করতে চাই ।

 

মাতৃভাষায়  কথা বলে ,

বিশ্ব কে জানাতে চাই ।

 

 বাংলা আমার প্রাণের ধ্বনি ,

সেই ধ্বনিতে কথা ।

 

আমার আনমনা হৃদয় যে 

বড় সহায় - ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে।

 

আমার ভাইয়ের জীবন দানে !

মাতৃভাষায় কথা বলি ।

 

বড় দাদাদের শক্তির জালে !

আমার মুখের ভাষা কষ্ট পায় ।

 

ইংরেজী লাল সাহেবের মাস্তানিতে

মাতৃভাষা নিরব কান্নায় কথা বলে ।

 

আমি বাঁচতে চাই ,

বাংলা ভাষার দেশে ।

 

নয়ন আলো বলে ,

এই ভাষাতে রক্তের গতি।

 

বিদায় নেবার সময় এসেছে ,

মুখোশ পড়া ইংরেজী ভাষার দালালদের ।

 

বাতাস বলে  ২১ ফেব্রুয়ারি রাতে ,

বাংলা গানে - বাতাসের সুর বাজে ।

 

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (খুলশী,চট্টগ্রাম)।

Bootstrap Image Preview