এবার ৫৬টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে-এমন ওয়েবসাইটগুলো বন্ধ করার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
গতকাল রবিবার দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠানো হয়।
নির্দেশনা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ইন্টারনেট সেবাদানকারী সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হকবলেন, ‘নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।’
এর আগে পাঁচ দফায় ৪ হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এ ছাড়া দুই দফায় ১৭৮টি অনলাইনে জুয়া খেলার সাইট বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে ১৫ হাজার ৬৩৬টি পর্নো সাইট ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট বন্ধ করার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সোমবার নিজের ফেসবুক পেজে তিনি এ তথ্য দিয়েছেন।