Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, জুন ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কবি আল মাহমুদের দাফন সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


অবশেষে নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রাম মৌড়াইলে মা-বাবার কবরের পাশেই শায়িত হলেন কবি আল মাহমুদ।

আজ রবিবার(১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজার পরই মৌড়াইলে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় কবি আল মাহমুদকে।

জানাজা পরিচালনা করেন মাওলানা আশেক উল্লাহ ভূইয়া। জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ। এতে অংশ নিতে আজ সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে কবির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে কবির পরিবারের পক্ষ থেকে সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করা হয়।

জানাজার পর কবি আল মাহমুদের মরদেহের কফিনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে মৌড়াইলে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে কবিকে দাফন করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল মোল্লা বাড়িতে এসে পৌঁছায় কবির মরদেহ।

গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। নিজ এলাকায় পিয়ারু মিয়া নামে পরিচিত ছিলেন এই কবি।

Bootstrap Image Preview