Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, জুন ২০২৩ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বই মেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৩ PM

bdmorning Image Preview


রাজধানীতে সকালের হঠাৎ বৃষ্টিতে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার বহু স্টলের বই ক্ষতিগ্রস্ত হয়েছে।বইমেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ক্ষতি সামলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা যথাসময়ে শুরু করতে কাজ চালিয়ে যাচ্ছে। এজন্য জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও।

বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে বৃষ্টির পানি জমেছে। অন্যপাশ থেকে একটু নিচু হওয়ায় এখানকার স্টলগুলোর নিচে প্রবেশ করেছে পানি।

বিভিন্ন স্টলে পানি পড়ে বই ভিজে গেছে। এসব ভেজা বই রোদে শুকাতে দেওয়া হয়েছে। বাংলা একাডেমির স্টলেও ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে নিচে রাখা বইগুলোর অধিকাংশই ভিজে গেছে।

বাংলা একাডেমির পুকুর পাড়ে অবস্থিত লেখক কুঞ্জের পাশের স্টলগুলোতেও পানি ঢুকেছে। সেগুলোও শুকানোর চেষ্টা করছেন কর্মীরা।

Bootstrap Image Preview