বিপদজ্জনক স্থানে ফটোশুটের সময় অনেক মডেল দুর্ঘটনার শিকার হয়েছেন। তবু এমন স্থানের প্রতি মডেলদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি একটি ফটোশুট করতে গিয়ে শূকরের হামলার শিকার হয়েছেন ভেনিজুয়েলার ৩২ বছর বয়সী ফিটনেস মডেল মিশেল লুইন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিশেল। সেখানে দেখা যাচ্ছে, বাহামাসের একটি দ্বীপে সাদা বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি. জানিয়ে রাখা ভালো, বাহামাসের এই দ্বীপ পিগ আইল্যান্ড বা শূকর দ্বীপ নামেই পরিচিত। এখানে প্রচুর বন্য সাদা শূকর বাস করে।
এই দ্বীপে যারা যান, তারা এসব শূকরদের নিয়ে ছবি তোলেন। মিশেলও শূকরদের সাথে ছবি তোলার লোভ সামলাতে পারেননি। কিন্তু শূকররা সম্ভবত অনুমতি ছাড়া ছবি তুলতে নারাজ। আর তাই ফটোশুটের মাঝেই মিশেলকে কামড়ে ধরে।
ঘটনার আকস্মিকতা কাটিয়ে মডেল মিশেল মজার ভিডিওটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিও ক্লিপে তাকে স্প্যানিশ ভাষায় ‘আমাকে কামড়ে দিল’ বলে চিৎকার করে উঠতে শোনা যাচ্ছে। ভিডিওটি এখনও পর্যন্ত ৬৩ লাখ ৩৮ হাজার ৫শত ৮৩ বার দেখা হয়েছে।
দেখে নিন ভিডিওটি-