Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গ্রন্থমেলায় অ্যাপসের মাধ্যমে মূল্য পরিশোধ করে কেনা যাচ্ছে বই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে দেশ। বদলে যাচ্ছে চিরাচরিত সব ধারনা ও পদ্ধতি। এবারের বইমেলায় তাই পূর্বেকার ধারণা বদলে দিতে বহুমুখী আর্থিক সেবা দিচ্ছে ব্যাংকগুলো। এর মধ্যে বিভিন্ন ব্যাংকের কার্ড ও অ্যাপস ব্যবহার করে যেমন বইয়ের মূল্য পরিশোধ করা যাচ্ছে, তেমনি অনলাইনে মূল্য পরিশোধ করেও বই কেনা যাচ্ছে।

এছাড়া মেলায় বই কিনে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে তারা ৭ শতাংশ ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে। মেলায় বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগও রয়েছে।

গ্রন্থমেলায় ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের দুটি স্টল রয়েছে। একটি স্টল থেকে মেলায় আগতদের বিনামূল্য বিশুদ্ধ পানি পানের সুযোগ দিচ্ছে। অপর একটি স্টলে বিনামূল্য নতুন অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে।

এছাড়া বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করে বই কিনলে দামের চেয়ে ৩২ ভাগ কমে পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রকাশকের দেয়া ২৫ ভাগ ছাড়ের পরে বিকাশ অ্যাপ পেমেন্টে মিলছে ৭ ভাগ ক্যাশব্যাক।

ফলে একটি বই কিনতে ৩২ ভাগ কম টাকা খরচ হচ্ছে ক্রেতার। বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ২০১৫ সাল থেকেই বইমেলায় বিকাশে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফার দেয়া হচ্ছে। মেলা চলাকালীন সময়ে একজন ক্রেতা সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন বিকাশের এই অফারের আওতায়।

Bootstrap Image Preview