হলিউডের তারকা অভিনেত্রী কেট উইন্সলেট। বর্তমানে বহুল আলোচিত ‘অ্যাভাটার’ এর সিক্যুয়ালে কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। এই ছবির জন্যই দম বন্ধ করে পানির নিচে সাড়ে সাত মিনিট ছিলেন কেট।
‘টাইটানিক’ এর ২০ বছর পর জেমস ক্যামেরনের সঙ্গে এই ছবিতে কাজ করছেন কেট। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পরিচালক বলেন, ‘পানির নিচে শুটিং নিয়ে খুবই উত্তেজিত ছিল সে। যত দূর মনে পড়ে, একবার দম বন্ধ করেই টানা সাড়ে সাত মিনিট ছিল। তবে সেটা শুটিং না, প্রশিক্ষণের অংশ ছিল। আমরা দু-তিন মিনিট করে প্রশিক্ষণ পর্ব করছিলাম। সেখানেই একবার সে সাত মিনিটেরও বেশি ছিল।’
অভিনয় নিয়ে সিরিয়াস কেটের প্রশংসা করলেও তাঁর ভারী শরীর নিয়ে রসিকতা করে ক্যামেরন বলেন, ‘শারীরিক দিক চিন্তা করলে সে তার চরিত্রের জন্য একটু বিব্রতকর।’
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাভাটার ২’। ছবিতে কেট ছাড়া আরো আছেন জোয়ি সালদানা, সিগুর্নি ওয়েবার, স্যাম ওয়ারিংটন প্রমুখ।