Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিহতের ডান হাতে সিগারেট, বাম হাতে গ্যাস লাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পিরোজপুরের মো. আকবর খান (৫২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। মৃতদেহের ডান হাতে সিগারেটের প্যাকেটসহ মোবাইল আর বাম হাতে গ্যাস লাইটার ধরা অবস্থায় ছিল। তার পকেটে ছিল নগদ ৪ হাজার ৮শত টাকা বলে জানায় পুলিশ।

শনিবার সকালে নাজিরপুর উপজেলার চর রঘুনাথপুর হাফিজিয়া মাদরাসাসংলগ্ন একটি মাঠ থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত আকবর খান উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের মোবারেক শেখের ছেলে।

নিহতের ভাই মো. হায়দার খান জানান, ভোরে স্থানীয় চররঘুনাথপুর হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন একটি মাঠে ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানান।

তবে তিনি আগের দিন শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান জানান, নিহত আকবর খানের তিন ভাই ও এক বোন রয়েছে। তবে তিনি বিয়ে করেননি।

নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, নিহত আকবর খান পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তবে তিনি বাগেরহাট ও কচুয়া উপজেলায় এ ব্যবসা করতেন।

সকালে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের পকেটে নগদ ৪ হাজার ৮০০ টাকা, ডান হাতে সিগারেটের প্যাকেটসহ মোবাইল আর বাম হাতে গ্যাস লাইটার পাওয়া যায়। তার নাক থেকে রক্ত ঝরছিল। তবে নিহতের মৃতুর রহস্য উদ্ধার করা যায়নি। তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview