Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সবাইকে অন্ধকার জগতে আমন্ত্রণ জানালেন শাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শত ব্যস্ততার মাঝেও ডি এ তায়েব ও মাহিয়া মাহি জুটির ‘অন্ধকার জগৎ’ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নিজেও সিনেমাটি দেখবেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন শাকিব খান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি ‘অন্ধকার জগৎ’ মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতমান পরিচালক বদিউল আলম খোকন সাহেব। আমিও সিনেমাটি দেখব। এতে তায়েব ভাই অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করেছে মাহিয়া মাহি। যাই হোক, সিনেমাটি ভালো হয়েছে। সবার কাছে ভালো লাগবে। সবাইকে ‘অন্ধকার জগৎ’ দেখার আমন্ত্রণ রইল।’

উল্লেখ্য, বদিউল আলম খোকন পরিচালিত ‘অন্ধকার জগৎ’ সিনেমায় ডি এ তায়েব-মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, আলেকজান্ডার বোসহ অনেকেই।

Bootstrap Image Preview