Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বইমেলায় আকছাদুর রহমানের প্রথম বই ‘স্বপ্নের পলেস্তারা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview


এবারেরে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি আকছাদুর রহমানের প্রথম কবিতার বই ‘স্বপ্নের পলেস্তারা’। বইটি প্রকাশ করেছেন সিঁড়ি প্রকাশনা । বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের সিঁড়ি প্রকাশনার ৫৯৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটিতে একদিকে আছে ভালবাসার কথা অন্যদিকে আছে সমাজের বিভিন্ন অসঙ্গতির কথা। ইচ্ছে ও ভালোবাসা, সুখেরঘর, অপরূপা, সহজ কথা, তোমার জন্য, মনের কথা, ভালোবাসার কবিতা গুলো যেমন রোমান্টিকতার অন্য এক মাত্রা পেয়েছে তেমনি নাগরিক বিবেকবোধ জাগ্রত করার মত কিছু কবিতা রয়েছে।

এর মধ্যে ঘুমন্ত খোকা, শহীদের আত্মকথা, আমি সাহিত্যিক বলছি, জীবনের লক্ষ্য, আমি যদি এক মুঠো ভাত হতাম, কবিতাগুলো ভেতর থেকে এক ধরনের তাড়না অনুভব করায়। এছাড়া ব্যঙ্গাত্মক কবিতা ভোট এবং অচিন বাবু কবিতা দুটি প্রশংসার দাবি রাখে।

আকছাদুর রহমানের কবিতার চরণগুলো সত্যিকার অর্থেই মনের ভিতরে বিপ্লব সৃষ্টি করে। কবি আকছাদুর রহমানের বিভিন্ন সময় লেখা কয়েকটি কবিতা বাছাই করে এটাই লেখক এর প্রথম কবিতার বই। এর আগে তিনি ‘খেঁক শিয়ালের বিয়ে’ ও ‘পঙ্খিরাজের পিঠে চড়ে’ নামক দুটি ছড়ার বই লিখেছেন।

আকছাদুর রহমান  ১৯৭৬ সালের ৩১ শে ডিসেম্বর বর্তমান মেহেরপুর জেলা সদরে (তৎকালীন কুষ্টিয়া জেলা) জন্মগ্রহণ করেন।তার  বাবা মোহাম্মদ আব্দুল মুসাব্বের বিশ্বাস ও মা মোছা: আফরোজা বেগম।

তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে আইবিএম এইচ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেন। তার পরে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছেন।

আকছাদুর রহমান দীর্ঘ ১৪ বছর বিভিন্ন সফটওয়্যার ডেভলপমেন্ট ফার্মে সিস্টেম এনালিস্ট ও প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করেছেন। শৈশব কাল থেকেই লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন ও সেবামূলক কাজের সাথে জড়িত। তিনি হাজার ১৯৯৪ সালে বাংলাদেশ স্কাউট এর পক্ষ হতে তৎকালীন বাংলাদেশের মাননীয় প্রেসিডেন্ট এর নিকট থেকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন।

Bootstrap Image Preview