Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বইমেলায় সাড়া ফেলছে লভক্রাফটিয়ান হরর থ্রিলার ‘কুথুলহু’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview


আপনি কি দুঃস্বপ্ন দেখেন?  

আমি দেখি।

আপনি কি জানেন আপনার স্বপ্নের উৎস কি?  কে দেখায় আপনাকে এই ভয়ংকর স্বপ্নগুলো?
তার নাম কুথুলহু।

সে আপনাকে ডাকছে। কিন্তু আপনি তার ডাক শুনতে পাচ্ছেন না, কারণ আপনার দুর্বল ভঙ্গুর মন তার আহ্বান অনুধাবনে অক্ষম। আপনি এক বিকৃত দুর্বোধ্য বার্তা পাচ্ছেন। আপনি দুঃস্বপ্ন দেখছে। মনে হচ্ছে ভীষণ ভয়ে আপনি হয়তোবা উন্মাদ হয়ে যাবেন। হয়তোবা এই ভয়ংকর রাত্রি থেকে কোন মুক্তি নেই। কিন্তু আপনি জানেন না। ঠিক সেই মুহুর্তে আপনার স্বপ্ন ভেঙে যাবে, যেই মুহূর্তে আপনি ঘুম থেকে সত্যি সত্যি জেগে উঠবেন, ঠিক সেই মুহুর্তে...

সেই মুহূর্তে সবকিছু শেষ হয়ে যাবে। আপনার চেনা পরিচিত এই পৃথিবী... এই বাস্তবতা..শেষ হয়ে যাবে সবকিছু! সব!

‘কুথুলহু’ আপনাকে হাতছানি দিচ্ছে বইমেলা থেকে। থ্রিলার বা হরর এ যদি আপনার আকর্ষণ থাকে তাহলে প্রচ্ছদের এই অক্ষরগুলো আপনাকে টানবে ‘কুথুলহু’র গভীরে। লভক্রাফটিয়ান হরর থ্রিলার ‘কুথুলহু’ আসিফ রুডলফায এর প্রথম বই। বইটি প্রকাশ করেছে গ্রন্থরাজ্য প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলায় গ্রন্থরাজ্য-৬০৫ নম্বর স্টলে।

আসিফ রুডলফায লেখালেখি শুরু করেন ব্লগিং এর মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন অনলাইন পত্রিকাতেও ফিচার রাইটার হিসেবে কাজ করছেন।

এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। এটি নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বইটি রকমারি ডটকম এর প্রী-অরডারের সেরা ২০ বইয়ের তালিকায় ১৩ নম্বরে আছে।

তিনি ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় জন্মগ্রহণ করেন। এই শহরেই তার বেড়ে ওঠা। পড়াশোনা করেছেন নটরডেম কলেজের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক করেন। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

Bootstrap Image Preview