Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, অক্টোবার ২০২৪ | ২৩ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ি, মোটরসাইকেলের পর এবার উবারের বাস সার্ভিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


উবারে এবার যুক্ত হলো বাস সার্ভিস। যুক্তরাষ্ট্রের ডেনভারে গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি নতুন এই সার্ভিসটি শুরু করেছে উবার।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা শুধু বাস ভাড়া দিতে পারবেন তা নয়, বরং বাসের এন্ড টু এন্ড গতিবিধি ও রিয়েল টাইমে গণপরিবহনের তথ্য পাবেন।

উবারে নতুন বাস সেবা যুক্ত হওয়ায় গ্রাহককে অ্যাপে তার গন্তব্য স্থান দেওয়ার পর উবারএক্স, উবার পুল এবং অন্যান্য সেবার পাশাপাশি নতুন ট্রানজিট অপশন দেখানো হবে।

অপশনটি বাছাই করলে চলমান ট্রানজিট রুট এবং রিয়েল টাইমে বাস ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর সময় দেখানো হবে।

পর্যায়ক্রমে বাংলাদেশসহ উবারের কার্যক্রম থাকা সর্বত্র এই সুবিধা চালু হবে বলে জানিয়েছেন উবারের রিজিওনাল ট্রান্সপোর্ট ডিস্ট্রিক্টের (আরটিডি) মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী ডেভিড জেনোভা।

তিনি বলেছেন, ‘গ্রাহকরা চায় তাদের যাত্রাকে সহজ করতে। আর এই সার্ভিসে গ্রাহকরা তাদের যাত্রাকে পরিকল্পনায় নিয়ে আসতে পারবে আরও সুন্দর করে।’

Bootstrap Image Preview