Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, আত্মহত্যার চেষ্টা

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২০ PM

bdmorning Image Preview


পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইশাত হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ওই পরীক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্রের সচিব মুজিবুর রহমান বলেন, নকল বহন করার দায়ে সকাল ১০ টা ৫৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সোহাগ হাওলাদার তাকে বহিষ্কার করেন।

এদিকে, মানসিক চাপে বহিষ্কৃত ওই পরীক্ষার্থী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে তাৎক্ষণিক রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদানের পর এখন সুস্থ্য আছে বলে জানা গেছে।

 

Bootstrap Image Preview