Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফাগুন হাওয়ায় ভাসবে প্রেক্ষাগৃহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৬ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৫৬ PM

bdmorning Image Preview


ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। গত রবিবার (৩ ফেব্রুয়ারি) ইস্কাটনের সেন্সরবোর্ড কার্যালয়ে তৌকির আহমেদের ছবিটি দেখেছেন বোর্ড সদস্যরা। সবাই ছবিটির ভাবনা ও নির্মাণের প্রশংসা করেন। আর তাই, বিনা কর্তনে ছাড়পত্র দিতে সম্মত হন তাঁরা।

সেন্সরবোর্ড সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেন,‘ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সেভাবে কোনো ছবি তৈরি হয়নি। তৌকীর অনেক সাহস করে এই ছবিটা বানিয়েছে। নির্মাতা হিসেবে তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয়। সেন্সরবোর্ডে যাঁরাই ছবিটি দেখেছি, সবারই ভালো লেগেছে। আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি পরিবেশনার দায়িত্বে আছেন দি অভি কথাচিত্র। পরিবেশন প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ অভি বলেন, ‘এখন পর্যন্ত ৫০ টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।’

উল্লেখ্য, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং রাষ্ট্রপতি আবদুল হামিদ হলে বসে ছবিটি উপভোগ করবেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু এবং বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।

Bootstrap Image Preview