পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে লেখাপড়া করার সুযোগ নিশ্চিত করার আহ্বানে ‘পাঠশালা’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন যুগল নির্মাতা ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। গেলো বছরের শেষ দিকে তাদের প্রথম চলচ্চিত্র ‘পাঠশালা’ যখন মুক্তির প্রহর গুনছিলো তখন এই যুগল নির্মাতা তাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘যাযাবর’ এর গান নিয়ে কাজ করছিলেন। এবার প্রকাশ পেলো যাযাবরের প্রথম পোস্টার।
এ প্রসঙ্গে যুগল নির্মাতার একজন ফয়সাল রদ্দি বলেন, ‘যাযাবর চলচ্চিত্রের তথ্যটি খুব সচেতন ভাবেই গোপন করে রাখা হয়েছিল। পাঠশালা কবে দেখবো ? এই প্রশ্নের উত্তর দিতে কিছুটা সময় লেগেছিলো। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর ৩০ নভেম্বর মুক্তি পেয়েছিলো পাঠশালা। তবে সময়ের অপচয় আমরা করিনি। পাঠশালা মুক্তির বিলম্ব-বিষাদে ডুবে না গিয়ে রেডমার্ক প্রোডাকশন সকলের অগোচরে নিরলস পরিশ্রম করে গেছে। শুধু এটুকু বলবো, প্রেম ও গানের ছবি যাযাবর।’
তবে গল্পের বাকি অংশ আবারো সচেতনভাবে গোপন করা হয়েছে। বর্তমানে সিনেমাটির প্রায় ৯০ শতাংশ শুটিং শেষ। চলতি বছরের দুই ঈদ এর মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে আসবে ‘যাযাবর’।